মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২০:১২

চাঁদপুর শহরে বিএনপি নেতা আজম খানের বাসা ও অফিসে আকস্মিক হামলায় ব্যাপক ভাংচুর আহত ১০

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ।।
চাঁদপুর শহরে বিএনপি নেতা আজম খানের বাসা ও অফিসে আকস্মিক হামলায় ব্যাপক ভাংচুর আহত ১০
চাঁদপুরে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা আজম খানের গাড়িসহ বাসা ও অফিসের ভাংচুরকৃত আসবাবপত্র। পাশে আহতরা।

চাঁদপুর শহরে বিএনপির দু গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বেলা ১১ টা ৫৫ মিনিটের সময়

চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ের সিংহ পাড়া এলাকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের বাসা ও অফিস এবং গাড়ি ভাংচুর করা হয়েছে। এ সময় ওই এলাকায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

অনেক নেতাকর্মী প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন। দু দফা হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। রক্তাক্ত জখমসহ আহতদের তিনজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেন : ফরিদ (৪৫), পিতা : সুজন মিয়াজী (মাথায় চারটি সেলাই লাগে), ফারুক গাজী (২৮), পিতা : আলী গাজী, হাইমচর ও

আকাশ খান জিতু (৪৭)

পিতা : হারেজ খান গ্রাম : ধনপদ্দি, পোস্ট. মুন্সিরহাট, থানা : চাঁদপুর।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, বিএনপির আজম খানের একটি মিটিং হাসান আলী হাই স্কুল মাঠে হবার কথা ছিলো। এই মিটিংয়ের প্রস্তুতিকে কেন্দ্র করে তার অফিস ও বাসা ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স সহ আমরা ঘটনাস্থলে যাই এবং মানিক সাহেব ও আজম খানের লোকজনের উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আমাদের আসার পরপর খবর পেয়ে যৌথ বাহিনীও সেখানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সন্দেহভাজন কয়েকজনকে আটক করলেও তারা পথচারী বলে যাচাই-বাছাইয়ে ছেড়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, চাঁদপুর সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর গ্রুপিং রাজনীতির কারণে বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে বিএনপিরই আরেক নেতা আজম খানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছে। আজম খান মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠে মিটিং করবে এটা মেনে নিতে পারছিলো না প্রতিপক্ষ গ্রুপের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

তারা সকাল থেকেই শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে শেখ মানিক, ধানের শীষ ও বিএনপি পক্ষে দলীয় স্লোগান দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কয়েকজন নেতাকর্মী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দিয়ে লিখেন, তারেক রহমানের আশীর্বাদ, মানিক ভাই জিন্দাবাদ। দুঃসময়ে মানিক ভাই, আমরা তোমায় ভুলি নাই।

কোন সংগীত শিল্পীর স্থান চাঁদপুরের মাটিতে হবে না। চাঁদপুর ও হাইমচরের মাটি, শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের ঘাঁটি। স্থিতিশীল চাঁদপুরকে অস্থিতিশীল করতে চাইলে চাঁদপুর যুবদলের নেতা-কর্মীরা রাজপথে সমুচিত জবাব দিয়ে প্রতিহত করবে। এমন স্লোগান ও কথা দিয়ে রাজপথের মোড়ে মোড়ে পাহারা ও অবস্থান নেয়ার ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেন।

অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির উপদেষ্টা সদস্য আজম খান ফেসবুকে ভিডিওতে বলেন, আমি মনোনয়নের কথা বলছি না, দলের কথা বলছি। বিএনপি ধানের শীষের পক্ষে কাজ করছি। দল যাকে মনোনয়ন দিবে আমি ধানের শীষের পক্ষে কাজ করবো। তারপরও মানিক সাহেবের লোকজন আমার বাড়িতে ও অফিসে দু দফা হামলা, ভাংচুর এবং দলের নেতাকর্মীদের আহত করেছে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিও ভাংচুর করেছে। তিনি বলেন, আমার দলের লোকজনই আমার ওপর হামলা করেছে, আমি তাদের বিরুদ্ধে থানায় মামলা বা অভিযোগ করবো না। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে জানাবো।

উল্লেখিত ঘটনায় পুরো চাঁদপুর শহরে থমথমে অবস্থা বিরাজ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় কোনো অভিযোগ বা মামলা করেনি বলে থানা সূত্রে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়