বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৮:৩১

সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তীর জন্মদিনে সংগীত নিকেতনের হৃদয়গ্রাহী আয়োজন

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তীর জন্মদিনে সংগীত নিকেতনের হৃদয়গ্রাহী আয়োজন

জন্মদিন মানেই কেবল কেক কাটা আর শুভেচ্ছা বিনিময় নয়। কখনো, কখনো এটি হয়ে উঠে জীবনের সুর, ভালোবাসার আবেগ এবং শ্রদ্ধার এক নিবেদিত মুহূর্ত। তেমনই এক আবেগঘন আয়োজনের সাক্ষী হলো গত ১লা জুলাই রাত ৮টায় চাঁদপুর শহরের মেথা রোডস্থ এক ঘরোয়া পরিবেশ। যেখানে জন্মদিনের উপলক্ষ হয়ে উঠলো এক সাংস্কৃতিক মিলনমেলা।

এই দিনটি ছিলো সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক, চাঁদপুরের সুপরিচিত মুখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তীর জন্মদিন। তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতে সংগীত নিকেতনের সকল শিক্ষক, সাংবাদিক, শিল্পী, আত্মীয়-স্বজন ও সুধীজনরা উপস্থিত হয়েছিলেন তাঁর বাসার এই আয়োজনে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময় টিভির সিনিয়র সাংবাদিক ফারুক আহম্মদ, সপ্তসুর সংগীত একাডেমীর অধ্যক্ষ রূপালী চম্পক, সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, শিক্ষক বিমল চন্দ্র দে সহ আরও অনেকে। একে একে বক্তারা জীবনের নানা অধ্যায়ে জীবন কানাই চক্রবর্তীর অবদান ও সংস্কৃতি চর্চায় তাঁর অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। তাদের বক্তব্যে উঠে আসে চাঁদপুরে শিল্প-সংস্কৃতির বিস্তারে তাঁর নিরলস অবদানের ইতিহাস এবং সংগীত শিক্ষার ক্ষেত্রে তাঁর আন্তরিক প্রচেষ্টার কথা।

বক্তারা বলেন, জীবন কানাই চক্রবর্তী শুধু একজন সাংস্কৃতিক ব্যক্তিই নন, তিনি এই শহরের সংস্কৃতি আন্দোলনের এক নিরলস পথিক। তাঁর জন্মদিন কেবল তাঁর ব্যক্তিগত দিন নয়, এটি আমাদের সংস্কৃতি সমাজেরও এক অনুপ্রেরণার দিন। বক্তারা তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্যে প্রার্থনা করেন।

অনুষ্ঠানের শেষলগ্নে নিজের জন্মদিন উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগভরা বক্তব্য রাখেন স্বয়ং জীবন কানাই চক্রবর্তী। তিনি বলেন, এই ভালোবাসা, এই সম্মান আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি কৃতজ্ঞ এই শহরের প্রতি, এই সংগীতপ্রেমী মানুষদের প্রতি।

শেষ মুহূর্তে উপস্থিত শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেনÑ

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো...। তখন যেন পুরো পরিবেশ নিঃশব্দে থমকে দাঁড়ায়। শ্রদ্ধা, ভালোবাসা ও সুরের আবেশে যেন জন্ম নেয় এক নতুন আবেগের অনুরণন।

এই জন্মদিন কেবল কেককাটা বা ফুলের নয়, এটি ছিল সম্মান, স্মৃতি, ভালোবাসা আর সুরে মোড়ানো এক চিরন্তন শ্রদ্ধার নিবেদন।

চাঁদপুর শহর, তাঁর সন্তানসম শিল্পীরা এবং অনুরাগীরা যেন একসঙ্গে বলে উঠে--জীবনদা, আপনি শুধু সংগীতের মানুষ নন, আপনি আমাদের হৃদয়ের মানুষ। শুভ জন্মদিন, জীবন কানাই চক্রবর্তী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়