শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৩ জুন ২০২১, ০৮:৪৭

যদি এমন করতো কিংবা করা যেতো

অনলাইন ডেস্ক
যদি এমন করতো কিংবা করা যেতো

চাঁদপুর শহরে যানজট ও অসুন্দর দৃশ্যপটের অন্যতম কারণ বিভিন্ন পণ্যের ভ্রাম্যমাণ দোকান। করোনার কারণে বেকার হয়ে যাওয়া কিছু লোক এবং আগে থেকেই অনেক লোক ভ্যানগাড়িতে নির্দিষ্ট পণ্যের পসরা সাজিয়ে বিক্রির জন্যে যেখানে-সেখানে দাঁড়িয়ে যায়। বিশেষ করে শহরের জনাকীর্ণ ও ব্যস্ত সড়কগুলোর পাশে দাঁড়ানোটাকে তারা বেশি পছন্দ করে। এ নিয়ে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ যে কতোবার অভিযান চালিয়েছে ও চালাচ্ছে, তার কোনো হিসেব নেই। কিন্তু অবস্থাটা ‘যথা পূর্বং তথা পরং’ই হয়ে যায়।

চাঁদপুর মডেল থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমউদ্দিন একবার উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতা ও মনিটরিং অব্যাহত রাখলে শিশু পোশাক, টি-শার্ট, নারী ও গৃহস্থালি কাজে বেশি ব্যবহার্য পণ্যের বিক্রেতারা একজোট হয়ে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম-দক্ষিণাংশে ভ্যানগাড়িসহ অবস্থান নেয় এবং অনেকটা স্থায়ীভাবে বাজারের মতো পরিবেশে তাদের প্রতিদিনকার বেচাকেনা অব্যাহত রাখে। এটা চাঁদপুর শহর ও শহরতলীসহ জেলার বিভিন্ন স্থানের নারীদের নিকট এতোটা জানাজানি হয়েছে যে, উক্ত বাজারে এখন ক্রেতার অভাব হচ্ছে না এবং বিক্রেতারাও স্বস্তিবোধ করছে।

তবে সবজি, মৌসুমি ফলসহ অন্য কিছু কাঁচা মালামালের ভ্যান-সম্বলিত ভ্রাম্যমাণ বিক্রেতারা উপরোক্ত বিক্রেতাদের মতো নয়। তারা চাঁদপুর শহরের ব্যস্ততম মিজান চৌধুরী সড়ক (কালীবাড়ি মোড় থেকে চৌধুরী মসজিদ পর্যন্ত), জে.এম. সেনগুপ্ত রোড (কালীবাড়ি মোড় থেকে জোড়পুকুর পাড় অংশ), শহীদ মুক্তিযোদ্ধা সড়ক (রেলওয়ে হকার্স মার্কেটের সম্মুখস্থ অংশ)সহ অন্য কিছু সড়কে বেহায়া ও বেপরোয়া মানসিকতা প্রদর্শন করে দিনের জনাকীর্ণ সময়টাতে দাঁড়িয়ে থাকে। এর ফলে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। আর যানচলাচল যে কতোটা ব্যাহত হয় সেটা কেউ নিজ চোখে না দেখলে সঠিকভাবে অনুভব করতে পারবে না।

চাঁদপুর পৌরসভা সাম্প্রতিক সময়ে ভ্রাম্যমাণ ভ্যান-দোকান উচ্ছেদে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এজন্যে পূর্ববর্তী কার্যক্রম হিসেবে ভ্যানচালক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির সাথে পৌর কর্তৃপক্ষ সভা করছে, মেয়র ব্যক্তিগতভাবে ভ্যান দোকানদারকে বিনয়ের সাথে সড়কের পাশে দাঁড়িয়ে বেচাকেনায় বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন, মাইকিং করার ব্যবস্থা করেছেন, সাবধান করার জন্যে পৌর কর্মকর্তা-কর্মচারীরা পদক্ষেপ হিসেবে ভ্যান-দোকানদারদের ওজন যন্ত্র আটক করেছেন। কিন্তু কে শোনে কার কথা।

করোনাকালে বেকারত্ব ঘোচাতে কেউ কেউ ভ্যান-দোকানদার হয়েছেন। এছাড়া অন্যরা ভ্যান-দোকানদারিতে স্বস্তি পাচ্ছেন। পৌর কর্তৃপক্ষ এদের নাম-ঠিকানা ও মুঠোফোন সংগ্রহ করে সকলকে নিয়ে বসে হাসান আলী হাইস্কুল মাঠের ভ্যান-দোকানদের ন্যায় কোনো উপায়ের সন্ধান করে দিতে পারে কি না সেটা ভেবে দেখতে পারে। যেহেতু ভ্যান-দোকান চাঁদপুর পৌর এলাকার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেহেতু প্রতিক্রিয়া যাচাই ও এই প্রতিক্রিয়ার শান্তিপূর্ণ সমাধানের সর্বোচ্চ চেষ্টা করলে উক্ত বড় সমস্যার টেকসই উপায় বের হতে পারে বলে আমরা বিশ্বাস করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়