প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:০৭
সত্য পবিত্র
অনলাইন ডেস্ক

মুহাম্মদ নূরুল ইসলাম রাজিব সত্য পবিত্র
হে পথিক আঁধারে জঞ্জালে তুমি কী খুঁজো? আমি আমার ফেলে আসা অতীত শৈশব কৈশোরের সত্য পবিত্রকে খুঁজি।
আমার শৈশব কৈশোর ছিলো অত্যন্ত সত্য পবিত্র। ছিলো দুরন্তপনা বাবা মায়ের বকুনি সততা পবিত্রতা।
যৌবনের মিথ্যা অপবিত্র বার্ধক্যকালে আমাকে করেছে পাপের ভারে ন্যুব্জ। বার্ধক্যকালে মানসিকভাবে এ পাপের বোঝা
আমি আর সইতে পারছি না।
আমি ফিরে পেতে চাই আমার সেই শৈশব কৈশোরের সত্য পবিত্রকে।