শনিবার, ১২ জুলাই, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৮:৫১

হাইমচরে মেঘনা থেকে অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার

সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে মেঘনা থেকে অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার

শুক্রবার (১১ জুলাই ২০২৫) হাইমচরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক একটি অজ্ঞতানামা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পুরুষের, বয়স অনুমান ৩০ বছর। নীলকমল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক উকিলকান্দি গ্রামের পূর্ব পাশে মেঘনা নদী হতে ভাসমান অবস্থায় এ মরদেহটি উদ্ধার করত এস আই কাজল চন্দ্র মজুমদার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্যে মেডিকেল অফিসার, ফরেনসিক বিভাগ, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাসকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অজ্ঞাতনামা লাশ শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্যে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের ঠিকানা পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়