শনিবার, ১২ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২১:৫০

রূপসা দক্ষিণ ইউনিয়নের ৬টি ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠান

বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও লুটেরাদের স্থান নেই : আব্দুল খালেক পাটওয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো।
বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও লুটেরাদের স্থান নেই        : আব্দুল খালেক পাটওয়ারী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দলের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ জুলাই ২০২৫) বিকেলে দক্ষিণ চরমান্দারী শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দীন পাটোয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কাউসার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে মুঠোফোনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও লুটেরাদের স্থান নেই। আপনারা যখন ফরম পূরণ করবেন তখন আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করা ছাড়াও এসব বিষয় দেখবেন। কারণ বিএনপি ঘোষিত ৩১ দফার বাংলাদেশ দেখতে চাই। যেই বাংলাদেশে মানুষ নিরাপদে ও সুখে থাকতে পারবে। যেখানে দুঃশাসন থাকবে না। জনপ্রতিনিধিরা হবেন জনগণের সেবক। উন্নয়নের স্রোতধারা বহমান থাকবে। দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো সকলের জন্য ফ্যামিলি কার্ড। যেই কার্ডের বিনিময়ে এদেশের মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে সক্ষম হবে। আপনারা জানেন, আমাদের উপজেলা বিএনপির সমন্বয়ক এমএ হান্নান গত ত্রিশ বছর ধরে ফরিদগঞ্জবাসীর উন্নয়নে কাজ করে চলছেন। রাজনীতি করলেও তিনি উন্নয়ন করতে গিয়ে নিজের এলাকা বলে বিশেষ কোনো সুবিধা নেননি। সর্বত্র সমভাবে উন্নয়ন করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাঁকেই ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চাই।

এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান, যুগ্ম সম্পাদক কামরান হোসেন, দিদার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খান, উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার, যুবদলের সম্পাদক জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম। আলোচনা শেষে নতুন সদস্য ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকগণও বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়