প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৪:৪৭
শনিবার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান

কচুয়া উপজেলা সমিতি ঢাকা’র উদ্যোগে এবং সমিতির সভাপতি, বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সদস্য ডা. আমিনুল ইসলামের সহয়োগিতায় ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১২ জুলাই ২০২৫) সকাল ১০ টায় মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিবেন সমিতির নেতৃবৃন্দ। সমিতির সকল সদস্য, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কচুয়ার ২৪৩টি গ্রামের সচেতন নাগরিকবৃন্দকে এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে আহবান জানিয়েছেন সমিতির সভাপতি ডা. আমিনুল ইসলাম ও সমিতির সাধারণ সম্পাদক ডিআইজি হেড কোয়ার্টার (এডমিন) কাজী ফজলুল করিম।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) এক বিবৃতিতে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে অবহেলিত কচুয়ার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।