প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:০৯
আমি কবি হবো

নাহিদ হাসান পাটোয়ারী আমি কবি হবো
বিষাদ ঘিরেছে আমায় তৈরি করে চীনের মহাপ্রাচীর।
শূন্যতা ধরেছে আমায় জুড়ে দিয়ে মহামারীর
এক বৈজ্ঞানিক ব্যাধি।
পৃথিবীর মতো কক্ষপথ ধরে ঘুরতে থাকা এক জীব আমি,
ঘুরছি সাহিত্যের পেছন পেছন।
হতেও তো পারে এটি সাহিত্যের মহামারী,
নাকি অন্য এক বিষুব-ক্ষত?
আত্মরক্ষার বিপরীতে নিজেকে করেছি তার কাছে মাথানত।কত অক্ষর বুনেছি, তৈরি করেছি কত শব্দ।
কত যে স্বপ্ন দেখেছি, সাহিত্যই একদিন হবে আমার কাছে মাথানত।
এক বিরূপ বায়ুর আকস্মিক ঝড় বয়ে গেলো মনে।
এক নিরাময়হীন মহামারী বাসা বেঁধে বসলো এই অন্তরে।ভাবতাম, সাহিত্যচর্চার মহারথী হবো।
সকলের ঊর্ধ্বে গিয়ে নাম লেখাবো
কিংবদন্তিদের তালিকায়।
তখন নিজেকে বলতামÑ‘হয়তো শূন্যতা ধরবে আমায়, নতুবা সাহিত্যের মহামারী। যদি দুটো একইসাথে হয়, তাহলে আমি-ই হবো শতাব্দীর সেরা কবি।’
আজ জানি,
হয়তো ইতিহাসের পাতায় আমার নাম থাকবে না,
থাকবে না কবিতার শিখরে আমার ছায়া।তবে আমি আমার কাছেই প্রতিজ্ঞাবদ্ধÑ
জ্ঞানের পাহাড়সমান প্রাচুর্য আমার,
সাহিত্যের মতোই উজ্জ্বল আমার ঐশ্বর্য।
মরণ আমার গহনে করেছে বাসা,
পেয়েছি মৃত্যুর খোঁজ।তবু বলে রাখি হে কবি-জগৎ!
শতাব্দীর সেরা না হই,
কিন্তু মরণ ধরবার আগে আমি হবো
কবিদের কবি।
প্রাচ্যের শ্রেষ্ঠ কবি।