প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:০৮
পরিশ্রম
অনলাইন ডেস্ক

সালাহ্উদ্দিন হাজরা পরিশ্রম
চোখ মেলেছে দিনের আলো
আঁধার গেছে কেটে,
আলোর ডাকে চারা গজায়
শক্ত মাটি ফেটে।তাই দেখে যে কৃষকের ওই
মুখে হাসি ফুটে,
কাকতাড়ুয়ার ভয়ে পাখি
দলে দলে ছুটে।সোনার ফসল যত্ন পেয়ে
চাঙ্গা হয়ে ওঠে,
পরিশ্রমে ধীরে ধীরে
খাঁটি সোনা জোটে।