প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:০৫
প্রতিদান

ফাতিন হাসানাত নাঈম প্রতিদান
সবার পাশে আমাকে পেলেও
আমি থাকি একা,
হাজারবার বলে কয়েও
পাইনি কারো দেখা।
নিজেকে বিলিয়ে দিতে তব
পাইনি কোনো ভয়,
অসম্ভবকে সফল করে
এনেছি তার জয়।
তার পথের, কাটা সরিয়ে
বিছিয়ে গায়ের চাদর,
নিজে হেঁটেছি কাটার উপর
মাখিয়ে সকল আদর।
ভুলে গেছে সে সেই সব দিন
বাকি নেই কিছু আর,
সুদিন পেয়ে ভেবে নিয়েছে
জীবন যার যার-তার তার।
ঘামের জলে স্নান করে
দিয়েছি স্বচ্ছ পানি,
অঘোর রাত্রি পার করে
তার চোখে ঘুম আনি।
সুসময়ে অনেকেই বন্ধু হতে চায়,
অসময়েই সবাই কেমন পর হয়ে যায়।
সবকিছু ভুলে তবুও রাখি তার মান,
আজীবন দিয়ে যাব এর প্রতিদান।