শুক্রবার, ১১ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৮:৪৪

সুপারি বাগান থেকে যুবকের লাশ উদ্ধার ॥ পরিবারের দাবি খুন

প্রবীর চক্রবর্তী:
সুপারি বাগান থেকে যুবকের লাশ উদ্ধার ॥ পরিবারের দাবি খুন

ফরিদগঞ্জে সুপারি বাগান থেকে হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১১ জুলাই ২০২৫) বিকেলে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের তপদার বাড়ির শাহ আলমের পোল্ট্রি খামারের পাশে সাত্তার মিয়ার মালিকানাধীন সুপারির বাগান থেকে মাটিতে শোয়ানো অবস্থায় যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসানুর রহমান হাসান একই গ্রামের রনমিজি বাড়ির খোকন মিজির ছেলে। তিনি ১ ছেলে ২ মেয়ের জনক ছিলেন। নিহতের ভাই শরীফ হোসেন ও বোন কুলছুমা বেগম বলেন, গত ক'দিন আগে স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই বাড়ির লোকজন দলবল নিয়ে এসে আমার ভাইকে মারধর করে ও হত্যার হুমকি দেয়।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫ ) রাতে আমার ভাই বাড়ি থেকে বের হয়, আর শুক্রবার (১১ জুলাই ২০২৫) জুমার নামাজের পর খবর পেয়েছি যে, আমার ভাইয়ের মরদেহ সুপারির বাগানে পড়ে আছে। আমাদের ধারণা, আমার ভাইকে হত্যা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, হাসানুর রহমান হাসানসহ একটি চক্র বিভিন্ন স্থানে চুরিসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলো। এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের বাড়িতে নানান কলহ সৃষ্টি হতো।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হাসানের বিরুদ্ধে দুটি ডাকাতি, দুটি দস্যুতা, দুটি চুরি ও একটি মাদক মামলা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় একটি চুরির মামলা ছাড়া বাকিগুলো ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত মামলা।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন, শুক্রবার (১১ জুলাই ২০২৫) বিকেলে বাগানে এক যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, মরদেহের পকেটে মোবাইল ফোন ও ছোট সাইজের একটি চাকু পাওয়া গেছে। নিহত যুবকের হাতে অস্বাভাবিক চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়