প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২১:২৪
খতিবের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা ও প্রতিবাদ

চাঁদপুরের বিশিষ্ট আলেমে দ্বীন এবং প্রফেসরপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব আ.ন.ম. নুরুর রহমান মাদানীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখা।
|আরো খবর
১১ জুলাই ২০২৫ (শুক্রবার) সন্ধ্যায় এক বিবৃতিতে জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এই নিন্দা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ বলেন, জুম্মার নামাজ শেষে মসজিদের ভেতরে একজন খতিব তথা বিশিষ্ট আলেমকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে, যা ইমাম ও আলেম সমাজের জন্যে অত্যন্ত দুঃশ্চিন্তাজনক। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি দ্রুত এই ঘটনার সঠিক তদন্ত করে করার দাবি জানাই। এর পেছনে আর কোনো ব্যক্তি এবং সংগঠন জড়িত কি না সেটি খতিয়ে দেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
উল্লেখ্য, এই ঘটনায় আহত খতিব সাহেবকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম ও অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ।