প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৭
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ধানের শীষের বিষয়ে কোনো আপস নেই, প্রতীক যার আমরা তাঁর
------সাবেক মেয়র মোস্তফা কামাল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শাহরাস্তি পৌরসভা বিএনপি। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল বলেছেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দক্ষিণ এশিয়ার বৃহৎ রাজনৈতিক দল। দলের আদর্শ সকল নেতা-কর্মীকে মেনে চলতে হবে। আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক। সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাঁর জন্যে কাজ করবো। ধানের শীষের বিষয়ে কোনো আপস নেই। আমাদের ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারি না। তিনি বলেন, আমাদের তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের নির্দেশনা ও শাহরাস্তি হাজীগঞ্জ উপজেলার গণমানুষের নেতা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। কেউ কোনো প্রকার অন্যায়ের সাথে জড়িত হবেন না। কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দল সমর্থন করে না। সবাই সতর্ক থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
|আরো খবর
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, কাজী জাহাঙ্গীর আলম, ডা. মনির হোসেন, বিল্লাল হোসেন খোকন, এহতেশামুল হক সজীব ও মনির হোসেন মিয়াজী। উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম সুমন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা শাহজাহান সম্রাট, সারাফাত করিম, মোবারক হোসেন সোহেল, তারিকুল ইসলাম তামিম প্রমুখ।
সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিল্পী গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।