বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৭

কচুয়ায় লুট হওয়া পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার

মো. নাছির উদ্দিন
কচুয়ায় লুট হওয়া পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে কচুয়ায়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫ ) সন্ধ্যায় র‌্যাব-১০- এর যাত্রাবাড়ি ক্যাম্পের একটি দল কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করে। র‌্যাব জানায়, কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির বসতঘরের মেঝেতে লুকানো ছিলো লুট হওয়া পুলিশের অস্ত্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ যন্ত্র দিয়ে স্ক্যানিং করে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অস্ত্র উদ্ধারে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়