সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৮:০২

রায়পুরে মধ্যরাতে অস্ত্র উদ্ধার যৌথবাহিনীর

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি।।
রায়পুরে মধ্যরাতে অস্ত্র উদ্ধার যৌথবাহিনীর

লক্ষ্মীপুরের রায়পুরে সেনা ক্যাম্পের একটি যৌথ অভিযানে একটি দেশীয় এলজি পিস্তল ও দু রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) ভোর রাতে ১০নং রায়পুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টুমচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।।

রায়পুর ক্যাম্প সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি সুপারি বাগানে তল্লাশি চালানো হয়। এ সময় বাগানের ভেতর ঝোপের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় একটি এলজি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া অস্ত্র ও অ্যামুনিশন আইনি প্রক্রিয়ায় রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

স্থানীয়দের মতে, অস্ত্রধারী দুষ্কৃতকারীদের তৎপরতা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ প্রকাশ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়