বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৫

ফেসবুকে অপপ্রচার!

দুই মামলায় গ্রেপ্তার খাজা আলামিন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
দুই মামলায় গ্রেপ্তার খাজা আলামিন

সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক লাইভে এবং পোস্টে অপপ্রচার ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে আলোচিত খাজা আলামিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা শহরের অনেক নেতার বিরুদ্ধে ফেসবুকে লাইভে অপপ্রচার চালান খাজা আলামিন। অভিযোগ উঠে, তিনি আজেবাজে কথা বলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ ঘটনার পর চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোর্টার শাওন পাটোয়ারী চাঁদপুর মডেল থানায় প্রথম মামলা দায়ের করেন। পরে পৌরসভার ১৩নং ওয়ার্ডের বাসিন্দা মান্নান খান কাজলও আরেকটি মামলা করেন।

দুটি মামলার পর ঢাকার ডিবি পুলিশ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর বিজয়নগর এলাকার এক হোটেলে অভিযান চালায়। সেখান থেকেই খাজা আলামিনকে গ্রেপ্তার করা হয়। এরপর চাঁদপুর মডেল থানার এসআই স্বপন নন্দী তাকে ঢাকার মিন্টু রোড ডিবি কার্যালয় থেকে আটক করে চাঁদপুর থানায় নিয়ে আসেন এবং তাকে বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত খাজা আলামিনের বাড়ি কল্যাণপুর ইউনিয়নের দাসদি গ্রামে। তিনি মৃত নজরুল ইসলামের ছেলে। চাঁদপুর সদর উপজেলায় তার বাড়ি হলেও ঢাকাতেই বসবাস করেন। তিনি মৎস্যজীবী দলের কেন্দ্রীয় এক নেতার পরিচয় দিতেন বলে জানা যায়। আলোচিত সমালোচিত খাজা আলামিনের গ্রেফতার হওয়ার খবর মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার তাকে থানা ও আদালতে আনা হলে রাজনৈতিক দলের ক্ষুব্ধ নেতা-কর্মীদের ভিড় জমে যায়। তবে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে তোলা হয় এবং পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, দুই মামলায় তার পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। মামলার বাদীরা বলেন, ফেসবুকে লাইভে এসে মানহানিকর বক্তব্য দেয়ার কারণে তারা এ মামলা করেছেন। তাদের দাবি, খাজা আলামিনের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়