প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩
কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি উদ্ধার, আটক ১

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ এক লক্ষ শলাকা ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ হয়েছে।
|আরো খবর
এ ঘটনায় তুহিন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) ভোরে এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর, এএসআই মিরাজুলসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকা থেকে আমদানি নিষিদ্ধ বিড়ি জব্দ এবং মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে তুহিনকে আটক করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এই বিড়ি আমদানি করা হয়েছিল।
এই ঘটনায় কুলাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ