প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৮:৩১
কুলাউড়ায় ডিবির অভিযানে মাদকসহ আটক ২

মৌলভীবাজারের কুলাউড়া থেকে মাদকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে ডিবির এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় থেকে নজরুল ইসলাম (২৫) ও মারুফ হাসান (২৩)কে আটক করেন।
এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২৬০পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়েরের পর বুধবার সকালে তাদেরকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।