প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১
চার সহস্রাধিক গাছের চারা বিতরণ করলো চাঁদপুর রোটারী ক্লাব

চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে চার হাজারেরও বেশি গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৯ প্রজাতির বিভিন্ন গাছের চারা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনায়ন ও শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্যে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় চাঁদপুর রোটারী ভবন প্রাঙ্গণে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর রোটারী ক্লাবের অনারারী মেম্বার, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। গাছের চারা বিতরণের পর ক্লাব সভাপতি রোটা. মোস্তফা ফুল মিয়ার সভাপ্রধানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক। এসময় ক্লাব কর্মকর্তা ও সাবেক সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।