শুক্রবার, ১১ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে বাগানে মিলল যুবকের লাশ

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৪:৩৮

মাদ্রাসার সকলেই ফেল, তারপরও আশাবাদী সুপার

ফরিদগঞ্জ ব্যুরো
মাদ্রাসার সকলেই ফেল, তারপরও আশাবাদী সুপার

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর দাখিল মাদ্রাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। পরীক্ষায় অংশ নেয় মাত্র চারজন শিক্ষার্থী।

জানা গেছে, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সকদিরামপুর দাখিল মাদ্রাসায় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২২৫ জন। শিক্ষক রয়েছেন সাতজন।

মাদ্রাসাটি পরিচালনা কমিটির সদস্য মাহফুজুর রহমান বলেন, ৫ আগস্টের পর এলোমেলো অবস্থা, শিক্ষক ও অভিভাবকদের কিছু সমস্যার কারণে ফলাফলটা খারাপ হয়েছে।

মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক জানান, করোনার প্রভাব, শিক্ষক সংকট এবং এ বছর পরীক্ষায় কড়াকড়ির কারণে ফলাফল প্রত্যাশিত হয়নি। তারপরও শিক্ষার্থীরা ভালো করেছে। আগামী বছর ইনশাআল্লাহ ভালো করবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, বিষয়টি আমি জেনেছি। বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়