প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৬:০৪
এসএসসিতে রামগঞ্জে শীর্ষে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে এবারও শীর্ষে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। এ বিদ্যালয়টি বিগত কয়েক বছর যাবত উপজেলায় শীর্ষস্থান অধিকার করে আসছে। শতভাগ পাস সহ ৪২ জন জিপিএ-৫ পেয়েছে।
|আরো খবর
বিশিষ্ট শিল্পপতি দানবীর নামে খ্যাত ফরিদ আহমেদ ভূঁইয়া ২০১৭ সালে শিক্ষার মান্নোয়নে অজপাড়াগাঁয়ে উপজেলার ৯নং ভোলা কোট ইউনিয়নের উদয়পুর গ্রামে ক্যাডেট আদলে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এ বছর বিদ্যালয়টি হতে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে ৩৮ জন শিক্ষার্থী এবং ৩৮ জনই জিপিএ ৫ পেয়েছে। ব্যবসা শাখায় পরীক্ষা দিয়েছে ২১ জন শিক্ষার্থী এবং জিপিএ ৫ পেয়েছে ২জন। এছাড়া মানবিক শাখায় পাঁচ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২ জন।
এ ব্যাপারে বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, শিক্ষকদের ঐকান্তিক চেষ্টা এবং শিক্ষার্থীদের নিরলস অধ্যবসয়ের কারণেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে । এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফরিদ আহমদ ভূঁইয়া জানান, এতোদিনে আমার পরিশ্রম সার্থকতার মুখ দেখতে শুরু করেছে। একাডেমির ফলাফলে আমি অত্যন্ত খুশি।