শুক্রবার, ১১ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে বাগানে মিলল যুবকের লাশ

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৬:০৪

এসএসসিতে রামগঞ্জে শীর্ষে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
এসএসসিতে রামগঞ্জে শীর্ষে ফরিদ আহমেদ  ভূঁইয়া একাডেমি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে এবারও শীর্ষে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। এ বিদ্যালয়টি বিগত কয়েক বছর যাবত উপজেলায় শীর্ষস্থান অধিকার করে আসছে। শতভাগ পাস সহ ৪২ জন জিপিএ-৫ পেয়েছে।

এ বছর বিদ্যালয়টি হতে মোট ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৬৪ জনই পাস করেছে। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন, A পেয়েছে ২১ জন এবং A-পেয়েছে ১ জন।

বিশিষ্ট শিল্পপতি দানবীর নামে খ্যাত ফরিদ আহমেদ ভূঁইয়া ২০১৭ সালে শিক্ষার মান্নোয়নে অজপাড়াগাঁয়ে উপজেলার ৯নং ভোলা কোট ইউনিয়নের উদয়পুর গ্রামে ক্যাডেট আদলে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এ বছর বিদ্যালয়টি হতে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে ৩৮ জন শিক্ষার্থী এবং ৩৮ জনই জিপিএ ৫ পেয়েছে। ব্যবসা শাখায় পরীক্ষা দিয়েছে ২১ জন শিক্ষার্থী এবং জিপিএ ৫ পেয়েছে ২জন। এছাড়া মানবিক শাখায় পাঁচ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২ জন।

এ ব্যাপারে বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, শিক্ষকদের ঐকান্তিক চেষ্টা এবং শিক্ষার্থীদের নিরলস অধ্যবসয়ের কারণেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে । এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফরিদ আহমদ ভূঁইয়া জানান, এতোদিনে আমার পরিশ্রম সার্থকতার মুখ দেখতে শুরু করেছে। একাডেমির ফলাফলে আমি অত্যন্ত খুশি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়