শনিবার, ১২ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২০:১৪

কচুয়ায় এসএসসিতে ফেল করায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

মো. নাছির উদ্দিন ॥
কচুয়ায় এসএসসিতে  ফেল করায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

কচুয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাহমুদা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ জুলাই ২০২৫) দুপুরে কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদা ওই গ্রামের চৌকিদার বাড়ির জসিম উদ্দিনের মেয়ে। সে স্থানীয় চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়। এসএসসি পরীক্ষায় ফেল করায় সে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

নিহতের চাচা শাহআলম জানান, বৃহস্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর মাহমুদা জানতে পারে যে, সে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। মাহমুদার নানা বৃহস্পতিবার মারা যাওয়ায় আমার ভাই ও ভাবী মাহমুদাকে ঘরে একা রেখে তার নানার বাড়ি নূরপুর গ্রামে চলে যায়। শুক্রবার সকাল থেকে মাহমুদার মা কয়েকবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় বাড়িতে অন্যদেরকে মাহমুদার খোঁজ নিতে বললে তাদের ঘরের দরজা জানালা বন্ধ দেখতে পায়। পরে ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখা যায় ফ্যানের সাথে ঝুলে রয়েছে মাহমুদা। তারপর বাড়ির লোকজন ডাকচিৎকার শুরু করে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাহমুদার ঝুলান্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার মৃত্যুতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি (তদন্ত) মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে কচুয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়