প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১১:৫৮
কচুয়ায় যুবলীগ নেতাকে পূর্বের পরকীয়ার জের ধরে কুপিয়ে হত্যা

কচুয়ার বিতারায় যুবলীগ নেতা নুরুল হককে পূর্বের পরকীয়ার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল ২০২৫) রাত ১০টার সময় বিতারা ইউনিয়নের বিতারা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। বিতারা গ্রামের মৃত সুলতানের ছেলে হচ্ছে নুরুল হক। তার স্ত্রী জাহানারা বেগম জানান, শনিবার রাত সাড়ে নয়টায় আমার স্বামী ভাত খাওয়ার পর ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ জালাল আমার স্বামী নুরুল হককে পাশের বাড়ির আব্দুর রহিমের ছেলে শুকুর আলীর নির্দেশে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। তখন রামদা দিয়ে কুপিয়ে ডান হাত কেটে নুরুল হককে হত্যা করে তাদের উঠানে ফেলে রাখা হয়। তিন বছর আগে শুকুর আলীর প্রথম ডিভোর্সী স্ত্রীর সাথে আমার স্বামী ক্ষুদ্র ব্যবসায়ীর সম্পর্ক আছে বলে সন্দেহ করা হয়। শুকুর আলী প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করে, তাদের ঘরে সন্তানও রয়েছে।
|আরো খবর
এ ব্যাপারে ওসি মো. আজিজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতেই নুরুল হকের মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্যে গ্রাম পুলিশ জালালসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রোববার নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে ওই গ্রামের আ. রহিমের ছেলে শুকুর আলী, ওসমান গনির ছেলে জাহাঙ্গীর ও হযরত আলীর ছেলে গ্রাম পুলিশ জালালকে বিবাদী করে কচুয়া থানায় এটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিহতের ভাই মহসিন ও স্ত্রী জাহানারা বেগম সকল দোষীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিতারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. ইসমাইল ভূইয়া জানান, নুরুল হক বিতারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।