প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৪:২৯
পুরাণবাজার রাধা মুরারি মোহন জিউড় মন্দিরে জেলা প্রশাসক
আপনারা নির্ভয়ে ধর্মীয় রীতিনীতি পালন করবেন, আমরা আপনাদের পাশে আছি

বিশ্ব শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ব্যাপক ভক্ত সমাবেশের মধ্য দিয়ে চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী রাধা মুরারি মোহন জিউড় মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক শ্রীশ্রী শনিদেবের পূজা।
|আরো খবর
কর্মফলদাতা শ্রী শ্রী শনিদেবের পূজায় হাজারো ভক্ত অনুরাগীর সাথে আতিথিয়েতা গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব, পিপিএমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রমত্তা মেঘনার কোল ঘেঁষে গড়ে ওঠা মন্দিরের সৌন্দর্য ও আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন মন্দির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানব কল্যাণে ও ঈশ্বর সাধনায় আপনাদের আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। মনের পবিত্রতা নিয়ে সকলেরই নিজ নিজ ধর্ম পালনে আগ্রহী হওয়া উচিত। আপনারা নির্ভয়ে আপনাদের ধর্ম পালন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় রীতিনীতি পালন করবেন। সকল ভালো কাজে প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে। ঈশ্বর সাধনায় আজ আপনারা যে ব্রত পালন করেছেন তা নিশ্চয়ই দেশ ও সমাজের কল্যাণ কামনার জন্যেই করেছেন বলে আমার বিশ্বাস। আমাদের শুধু নিজেদের চিন্তা করলেই হবে না, সকলের জন্যেই কল্যাণ চিন্তা করতে হবে। তিনি মন্দিরের উন্নয়নে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্দির কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন এবং সময় সুযোগ পেলে আবারো মন্দির দর্শনে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব। তিনি আগত সকল ভক্ত অনুরাগীর কল্যাণ কামনা করেন এবং সকল প্রয়োজনে পাশে থাকবেন বলে মন্দির কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। তিনি বলেন, আমি পূর্বেও আপনাদের পাশে ছিলাম, আগামীতেও পাশে থাকবো।
মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রোটারিয়ান রিপন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. ভাস্কর দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ মজুমদার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা ও সিনিয়র সহ-সভাপতি তপন সরকার। নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি জয়রাম রায়, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নির্মল রায়, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অমরেশ দত্ত জয়, রাধা মুরারী মোহন জিউড় মন্দিরের উপদেষ্টা সমর কান্তি সাহা, কার্যকরী সদস্য বাপ্পী মণ্ডল, বিশ্বনাথ ঘোষ, বিমান সাহা, জনি দাস, গৌরাঙ্গ পাল, বিশ্বজিৎ মণ্ডল, শ্যামল পাল প্রমুখ।
প্রতি বছরের ন্যায় এ বছরও শনিবার (১২ এপ্রিল ২০২৫) মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বাৎসরিক শনিপূজা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে নিজেদের সুখ শান্তি আর ঐশ্বর্য কামনায় বিকেল থেকেই চাঁদপুর শহরসহ আশপাশের ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। তাদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে। কাঁশর, বাদ্য বাজনা, ধূপ ধুনা আর জয় শনি দেবের জয় উচ্চারিত ধ্বনিতে পরিবেশসহ মন্দিরের চারপাশে ধর্মীয় অনুভূতি ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় শুরু হয় পূজা।
পূজাশেষে দেশের কল্যাণ কামনা ও নিজেদের সুখ-শান্তি প্রত্যাশায় শনিদেবের চরণে পুষ্পাঞ্জলি প্রদান এবং পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।
মন্দির কমিটির সভাপতি রোটারিয়ান রিপন সাহা ভক্তদের ব্যাপক উপস্থিতি ও জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদানপূর্বক তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলা প্রশাসক পদোন্নতি পাওয়ায় শ্রীশ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দির কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
জানা যায়, শ্রীশ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরটি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিত্য সেবা পূজাসহ সকল প্রকার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। মন্দিরে প্রতিষ্ঠিত শ্রীশ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ ভারতের বৃন্দাবন থেকে, শ্রীশ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ এবং শ্রীশ্রী নিতাই ও গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ শ্রী পূরী ধাম থেকে আনা হয়েছে। আনয়নকৃত পাথরের বিগ্রহ এবং মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ দর্শনে প্রতিদিনই মন্দির চত্বরে ভক্তদের উপস্থিতি পরিলক্ষিত হয়। মন্দিরে ব্যক্তিগত পর্যায়ে ধর্মীয় অনুষ্ঠানাদি ও মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে বলেও মন্দির কর্তৃপক্ষ জানান।
ডিসিকে/এমজেডএইচ