প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২১:৫৬
কচুয়ায় সাব রেজিস্ট্রারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

বদলিজনিত কারণে কচুয়ার সাব-রেজিস্ট্রার মো. মাকসুদুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে সাব-রেজিস্ট্রি অফিসের সকল দলিল লেখক, নকল নবিশ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। রোববার (১৩ এপ্রিল ২০২৫) সকালে সাব-রেজিস্ট্রি অফিসে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হাবিব উল্লাহ হাবিবের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের রুমির পরিচালনায় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সাব রেজিস্ট্রার মো. মাকসুদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি খন্দকার আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংবাদিক আতাউল করিম প্রমুখ। এ সময় কচুয়ার সাব-রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখক, কর্মকর্তা-কর্মচারী, নকল নবিশ ও সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।