প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১৬:০০
চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার এন্ড ফ্যামিলি নাইট ও ঈদ পুনর্মিলনী

শনিবার (১২ এপ্রিল ২০২৫) ছিলো বাংলাদেশের ৭ম রোটারী ক্লাব চাঁদপুর রোটারী ক্লাবের ৫২ তম চার্টার (সনদ) প্রাপ্তি দিবস। ১৯৭০ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত চাঁদপুর রোটারী ক্লাব তিন বছর চার মাস ২২দিন পর ১৯৭৪ সালের এইদিনে রোটারী ইন্টারন্যাশনাল থেকে ক্লাব পরিচালনা সংক্রান্ত চার্টার (সনদ) লাভ করে। সে হিসেবে চলতি ২০২৫ সালের ১২ এপ্রিল ছিলো ৫২তম চার্টার প্রাপ্তি দিবস।
|আরো খবর
দিবসটি উদযাপনে চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যাগে নৌভ্রমণ, ফ্যামিলি নাইট, ঈদ পুনর্মিলনী, কেক কাটা, ক্রোড়পত্র ও বুলেটিন প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। বিকেলে ডাকাতিয়া নদীতে নৌভ্রমণশেষে সন্ধ্যায় চাঁদপুর রোটারী ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে মূল আয়োজন শুরু হয়। ক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপ্রধানে নিয়মিত সাপ্তাহিক সভাশেষে ক্লাবের সহ-সভাপতি উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় প্রথমে ঈদ পুনর্মিলনী এবং তারপর সাবেক সভাপতি শেখ মঞ্জুরুল কাদের সোহেলের সঞ্চালনায় চার্টার এন্ড ফ্যামিলি নাইট পর্ব ব্যতিক্রম ইভেন্টে সম্পন্ন হয়, যা ছিলো ভীষণ উপভোগ্য। সমগ্র আয়োজনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র রায়।
ক্লাব সদস্যবৃন্দ, তাদের স্ত্রী, স্বামী ও সন্তান, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি ও সেক্রেটারী, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব, চাঁদপুর রোটার্যাক্ট ও রূপসী রোটার্যাক্ট ক্লাব এবং চাঁদপুর ইন্টার্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, চার্টার ডে উদযাপনে চাঁদপুর রোটারী ক্লাবের শনিবারের আয়োজন ছিলো স্মরণকালের সেরা আয়োজন, যাতে ছিলো বৈচিত্র্য।