প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১০:০৫
হেরার আলো
অনলাইন ডেস্ক
১০-সূরা ইউনুস
১০৯ আয়াত, ১১ রুকু, ‘মক্কী’
৫৪। প্রত্যেক সীমালংঘনকারীই পৃথিবীতে যাহা কিছু আছে তাহা যদি তাহার হইত তবে সে মুক্তির বিনিময়ে উহা দিয়া দিত; এবং যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন মনস্তাপ গোপন করিবে। উহাদের মীমাংসা ন্যায়বিচারের সহিত করা হইবে এবং উহাদের প্রতি যুলুম করা হইবে না।