মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২১:৪৬

মতলব উত্তরে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মতলব উত্তরে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মতলব উত্তর ব্যুরো

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের একটি ফিশারী নিয়ে বিএনপির দু গ্রুপের দ্বন্দ্বে এখলাছপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন বেপারীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ। রোববার (১৩ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত কবির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কবির হোসেনের ওপর এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার বিকেল ৪ টায় এখলাছপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে এখলাছপুর বাজার হয়ে বেড়িবাঁধ প্রদক্ষিণ করে কালিতলা এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগান তোলেন মিছিলকারীরা।

পরে কালিতলা বেড়িবাঁধের ওপর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুর উপস্থাপনায় বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জামান, জেলা যুবদলের সাবেক সদস্য বছির আহমেদ মোল্লা, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা, ছেংগারচর পৌর যুবদলের সদস্য আশরাফুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজি, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি নেতা খসরু মিয়া, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আল ইমরান সায়মন, এখলাছপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মামুন আতিক প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, কবির হোসেন বেপারীর ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, তা আমাদের উপরেই হয়েছে। সুতরাং এর সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবেই। যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত আছে, তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে।

বক্তারা আরো বলেন, মতলবে আমরা আলহাজ্ব ড. জালাল উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ। কেউ যদি কোনো অশান্তি করতে চায় তাহলে কঠোরভাবে প্রতিহত করা হবে। কোনো রকম অশান্তি সৃষ্টি করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না, তাদেরকে ফ্যাসিবাদী হিসেবে ধরা হবে। সুতরাং বিএনপি নেতা কবির হোসেন একা নয়, আমরা সবাই আছি তার সাথে। যে কোনো অপশক্তির কালো হাত ভেঙ্গে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়