প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:১৮
বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চাঁদপুরের সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
|আরো খবর
নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৪ এপ্রিল পহেলা বৈশাখ, বাংলা সনের প্রথম দিন। এই নববর্ষের ঊষালগ্নে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের শান্তিপ্রিয় জনগণসহ বিএনপির নেতা-কর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই দিন থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার উদ্দীপনা।”
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘'বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন। নববর্ষে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—সবার ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় জীবনে যেন সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি নেতা-কর্মীরা এবার স্বৈরাচারী শাসনের ছায়া থেকে বেরিয়ে তুলনামূলকভাবে স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছে, যেটি একটি আনন্দের বিষয়।” তিনি বলেন, “বাংলা নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। প্রিয় মাতৃভূমিতে প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আগামী বছর রাষ্ট্রীয়ভাবে নববর্ষ উদযাপন করবে—এই আশা ব্যক্ত করছি।”
তিনি নববর্ষের প্রভাতে পুনরায় চাঁদপুর সদর নির্বাচনী এলাকাসহ জেলাবাসীকে বাংলা ১৪৩২ সনের আন্তরিক শুভেচ্ছা জানান।ডিসিকে/ এমজেডএইচ