মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:১৮

বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক
ছবি :বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চাঁদপুরের সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৪ এপ্রিল পহেলা বৈশাখ, বাংলা সনের প্রথম দিন। এই নববর্ষের ঊষালগ্নে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের শান্তিপ্রিয় জনগণসহ বিএনপির নেতা-কর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই দিন থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার উদ্দীপনা।”

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘'বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন। নববর্ষে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—সবার ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় জীবনে যেন সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি নেতা-কর্মীরা এবার স্বৈরাচারী শাসনের ছায়া থেকে বেরিয়ে তুলনামূলকভাবে স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছে, যেটি একটি আনন্দের বিষয়।” তিনি বলেন, “বাংলা নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। প্রিয় মাতৃভূমিতে প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আগামী বছর রাষ্ট্রীয়ভাবে নববর্ষ উদযাপন করবে—এই আশা ব্যক্ত করছি।”

তিনি নববর্ষের প্রভাতে পুনরায় চাঁদপুর সদর নির্বাচনী এলাকাসহ জেলাবাসীকে বাংলা ১৪৩২ সনের আন্তরিক শুভেচ্ছা জানান।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়