প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১০:০৭
আজ পয়লা বৈশাখ

আজ থেকে বাংলা নতুন বছর শুরু। ১৪৩২ বঙ্গাব্দের আজ প্রথমদিন তথা পয়লা বৈশাখ। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ। নববর্ষের প্রথমদিনে বাংলার সবকিছু যেনো সাজে নতুন সাজে। এদিনকে সামনে রেখে গ্রামগঞ্জ আর শহরের ফুটপাত থেকে শুরু করে অলি-গলির দোকান ও বিপণী বিতানে থাকে কেনাকাটায় উপচেপড়া ভিড়। বাহারি রঙের বৈশাখী পোশাক বিক্রির ধুম পড়ে। অনলাইনেও জমে ওঠে বেচাকেনা। বৈশাখকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য বড় পরিসরে ছড়িয়ে থাকে দেশজুড়ে।
|আরো খবর
সারাদেশের ন্যায় চাঁদপুরেও পয়লা বৈশাখে শুভ হালখাতা খোলা হয়। কয়েক কোটি টাকার বিভিন্ন পণ্য বেচাকেনা হয়। পয়লা বৈশাখকে বরণ করে নেয়ার প্রস্তুতি নিয়েছে বাঙালি। চাঁদপুরেও এর ব্যতিক্রম নয়।
বর্ষবরণের কর্মসূচি : বাংলা বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ও সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত লোকজ মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল ২০২৫) পয়লা বৈশাখ সকাল ১০ টায় চাঁদপুর স্টেডিয়াম থেকে পুরো শহরব্যাপী বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হবে। বর্ষবরণে ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চাঁদপুর শিশু একাডেমিতে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
পয়লা বৈশাখের দিন বিকেল ৩ টায় চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ের মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শোভাযাত্রা শহরের প্রধান ক’টি সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়ার তীরের মাঠে গিয়ে শেষ হবে। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া হাসপাতাল, জেলা কারাগার ও সরকারি শিশু পরিবারে পয়লা বৈশাখে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
আর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হবে।