বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৫৯

হাজী লোকমান পাবলিক স্কুলের বাংলা নববর্ষ উদযাপন

হাজী লোকমান পাবলিক স্কুলের  বাংলা নববর্ষ উদযাপন
অনলাইন ডেস্ক

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় অবস্থিত হাজী লোকমান পাবলিক স্কুলে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির হযরত মাওলানা হাফেজ আল্লামা মো. মনিরুল ইসলাম কাসেমী। সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ এবং দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেখ ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমির পত্রিকার যুগ্ম সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মো. খোরশেদ আলম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তার, অনামিকা আক্তার ও সুবর্ণা আক্তার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কুলের নার্সারীর ছাত্র মো. আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি সহ অন্যরা। সবশেষে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে কিছু লোক যে ধরনের কর্মকাণ্ড করেন তা ইসলামবিরোধী। অতএব এই দিবসকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কোনো ধরনের বেহায়াপনা করা যাবে না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামের জন্যে কাজ করে গেছেন, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি খেলাফত প্রতিষ্ঠায় যে রাজনীতি করে গেছেন, তার মধ্যেই সবকিছু রয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্যে। তিনি ৮৬ বছর বয়সেও ইসলামের দাওয়াত দিয়ে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমরাও তাঁর আদর্শকে ধরে রেখে ভবিষ্যৎ জিন্দেগিতে আমল করলে দুনিয়ায়ও শান্তি এবং আখেরাতেও শান্তি পাবো। আল্লাহ সুবহানাতায়ালা কোরআনের মধ্যেই সবকিছু দিয়ে দিয়েছেন। কোরআনকে যদি আমরা ফলো করি, তাহলে আর আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। তাই কোরআনের আলোকে এবং নবী করিম (সা.)- এর সুন্নত মত জিন্দেগি আমাদের চালিয়ে যেতে হবে। বাংলা ভাষাকে আমাদের গুরুত্ব সহকারে ব্যবহার করতে হবে। বাংলা আমাদের মায়ের ভাষা। আমরা মুসলমান হিসেবে বাংলা ভাষাকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি, অন্য দেশের মানুষ সেভাবে গুরুত্ব দেয় না। আল্লাহতাআলা ইসলামী আদর্শকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামী ভাবে যদি জিন্দেগি করি, তাহলে জান্নাতে যাবো। ইসলামী ভাষায় আমরা আমাদের ভাষাকে গুরুত্ব দিয়ে শিখবো। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) শ্রেষ্ঠ নবী। অতএব তাঁর জীবনীকে আমরা আঁকড়িয়ে ধরার চেষ্টা করবো।

তিনি বলেন, এখানকার ছাত্র-ছাত্রীরা এমনভাবে পড়াশুনা করবে, যেন সবাই বলে তাদের মধ্যে আদর্শ এবং নৈতিকতা আছে। রোকনুজ্জামান ভাই যেভাবে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ান, তা সত্যিই প্রশংসার দাবিদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়