প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২০:৩৭
চাঁদপুরে এআই কম্পিউটার একাডেমির উদ্বোধন
আন্তর্জাতিক কোর্স শেখাবে এআই কম্পিউটার একাডেমি

ইলিশের বাড়ি চাঁদপুরের আইটি সেক্টরকে আরো একধাপ এগিয়ে নিতে এবার চালু হয়েছে এআই কম্পিউটার একাডেমি। বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে চাঁদপুর সরকারি কলেজের উত্তর পাশে এপোলো আকবরি টাওয়ারের ২য় তলায় এ একাডেমির উদ্বোধন হয়।
|আরো খবর
চাঁদপুরের আইটি খাতকে বৈশ্বিক উপযোগী করতে বেশ কিছু কোর্স চালু করতে যাচ্ছে এআই কম্পিউটার একাডেমি। এর মধ্যে রয়েছে কারিগরি সার্টিফিকেটসহ কম্পিউটার ফান্ডামেন্টাল, অফিস অ্যাপ্লিকেশন এ+, কম্পিউটার অ্যাডভান্স, গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এবং প্রিন্ট অন ডিমান্ড ও ড্রপ শিপিং।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম নাসির জানান, ‘যেহেতু আমি দীর্ঘদিন আইটি ও ডিজিটাল সেক্টরে কাজ করে আসছি, পরিচিত সবাই আমার কাছে বিভিন্ন কোর্স করতে পরামর্শ চায়, কিন্তু চাঁদপুরে যথেষ্ট দক্ষ মেন্টর পাওয়া যায় না। তাই নিজেই চাঁদপুরের মানুষকে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানে দক্ষ মেন্টরের সমন্বয়ে এআই কম্পিউটার একাডেমি শুরু করেছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন, নুরুল ইসলাম, কাউসার খান, মাহবুব আলম, তাজুল ইসলাম, রিশান রাকিব, মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।