প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬
হাইমচরে কোস্টগার্ডের অভিযানে ১২শ' কেজি জাটকা জব্দ
হাইমচরে কোস্ট গার্ডের অভিযানে ১২শ' কেজি জাটকা জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক হাইমচরের মেঘনা নদী সংলগ্ন চরভৈরবী এলাকায় মৎস্য আড়তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ২শ’ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কেহ আটক হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাটকা চাঁদপুরের সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা এবং গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।