রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০১:২১

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা প্রকল্পে দুর্নীতির অভিযোগ: অনুসন্ধানে দুদক

আপনার টাকা কোথায় গেল?

মো. জাকির হোসেন
আপনার টাকা কোথায় গেল?
দুর্নীতি দমন কমিশন (দুদক)।ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত ভাস্কর্য, ম্যুরাল এবং মুজিব কিল্লা প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পেছনে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিশাল অংকের অর্থ অপচয়ের অভিযোগ

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে জানান, বঙ্গবন্ধুর নামে ‘অপ্রয়োজনীয়’ ভাস্কর্য ও ম্যুরাল নির্মাণে সরকারি অর্থের অপচয় ও তছরুপের অভিযোগ উঠেছে। এর জন্য কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, “বিভিন্ন এলাকায় অপ্রয়োজনীয় প্রকল্পে অতিরিক্ত বিল প্রদান, নিম্নমানের কাজ এবং সরকারের অর্থের অপচয়ের অভিযোগ এসেছে। দুদক এই বিষয়গুলো গভীরভাবে অনুসন্ধান করছে।”

মুজিব কিল্লা প্রকল্পেও অনিয়ম:

বঙ্গবন্ধুর স্মরণে দেশের বিভিন্ন এলাকায় মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে অতিরিক্ত বিল, গভীর নলকূপের বেশিরভাগ বিকল হওয়া, নিম্নমানের সরঞ্জাম ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

“দেশজুড়ে প্রকল্প পরিচালকদের সহযোগিতায় সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মীদের দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠেছে,” বলেন মো. আক্তার হোসেন।

দুদকের পরবর্তী পদক্ষেপ:

দুদক অভিযোগগুলোর প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু করেছে। পরবর্তী পর্যায়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদসহ বিস্তারিত তদন্ত কার্যক্রম পরিচালিত হবে।

বিশেষজ্ঞদের মতামত:

বিশেষজ্ঞরা বলছেন, এত বড় বাজেটের প্রকল্পে কোনো দুর্নীতির সত্যতা পাওয়া গেলে তা সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হবে। একইসঙ্গে প্রকল্পগুলোর মূল লক্ষ্য ব্যাহত হতে পারে।

সুশাসনের প্রতি অঙ্গীকার:

দুদক বলেছে, তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত ও নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে সঠিক তথ্য প্রকাশ করবে। এ বিষয়ে কোনো পক্ষকেই ছাড় দেওয়া হবে না।

দেশের জনগণ এখন এই অনুসন্ধানের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়