শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২০:২৮

চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়নে সভা

দলকে সুসংগঠিত করে মানিক ভাইকে এমপি বানাতে হবে ---দেওয়ান মো. সফিকুজ্জামান

স্টাফ রিপোর্টার।।
দলকে সুসংগঠিত করে মানিক ভাইকে এমপি বানাতে হবে ---দেওয়ান মো. সফিকুজ্জামান
পুরাণবাজার আখনবাড়ি স্কুল মাঠে চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ২নং মহল্লা কমিটির কার্যক্রম উদ্বোধন করছেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।

চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকেলে পুরাণবাজার আখনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং মহল্লা কমিটি আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান। এ সময় তিনি বলেন, দল সুসংগঠিত হলে আমরা মানিক ভাইকে এমপি বানাতে পারবো। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের প্রশ্নে দলের ভেতর কোনো বিভাজন চলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ যেমন এগিয়ে যাবে, তেমনিভাবে আগামীদিনে চাঁদপুর-৩ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। তিনি উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

দেওয়ান সফিকুজ্জামান আরো বলেন, রাজনীতি নিয়ে কেউ খেলা করবেন না। জিয়া পরিবার এবং আমাদের মানিক ভাই সব থেকে নির্যাতিত। তাই সবাইকে সজাগ থাকতে হবে, বিএনপির বিরুদ্ধে যেনো কোনো প্রপাগান্ডা কেউ ছড়াতে না পারে, কোনো অপশক্তি ফায়দা লুটতে না পারে। বিএনপি জনগণের দল।

চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির লস্কর, জেলা মহিলা দলের প্রচার সম্পাদক ও ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ঈশিতা বেগম, ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুল হক মজিব প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সদস্য হারুন হাওলাদার, সহ-সভাপতি সেন্টু গাজী, কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী আরশাদ মিশন বেপারী, যুবদলের আহ্বায়ক ওয়াদুদ বরকন্দাজ, যুগ্ম আহ্বায়ক ইউসুফ সরকার, রুবেল পাটোয়ারী, মিজান মীর, হাবিব খান, স্বেচ্ছাসেবক দলের নেতা কাউসার বেপারী, ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী শাহিনা বেগম, ২নং মহল্লা কমিটির সভাপতি দেলোয়ার হাওলাদার, সাধারণ সম্পাদক ভুট্টু খান প্রমুখ। পরে প্রধান অতিথি ৩নং ওয়ার্ড বিএনপির ২নং মহল্লা কমিটির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়