প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২০:১৮
কচুয়ার কাদলা ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন ও মতবিনিময় সভা

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ, নবায়ন, কমিটি পুনর্গঠন ও ৩১ দফার লিফলেট বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কাদলা ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশারফ হোসেনের পরামর্শক্রমে চৌমুহনী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান। এ সময় তিনি বলেন, কাদলা ইউনিয়নের চৌমুহনী বোয়ালজুড়ি খালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছেন। কাদলা ইউনিয়নের সাথে জড়িয়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির স্মৃতি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন।
|আরো খবর
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য শাহজাহান মজুমদার, অ্যাড. মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান শিমুল, সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য গোলাম কিবরিয়া, সাবেক সহ-সংগঠনিক সম্পাদক আল আমিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, বিএনপি নেতা সুলতান আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল প্রধানীয়া প্রমুখ। এ সময় ইউনিয়ন ও সকল ওয়ার্ড বিএনপির নেতা-কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।