প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২২:০৭
সন্ত্রাস ও মাদক নির্মূলের ক্ষেত্রে যুবকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে
...অ্যাড. সেলিম আকবর

‘বেকারদের কাজ্ চাই, নইলে বেকার ভাতা চাই’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলা যুব গণফোরামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকেলে চেয়ারম্যানঘাট এলাকায় অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।
|আরো খবর
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এক কোটি বেকার যুবককে কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে। যাদের অবদানে একসময় দেশ স্বাধীন হয়েছে, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল, আজকে সেই যুবকদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সরকারকে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে । কর্মসংস্থান করতে না পারলে ভাতার ব্যবস্থা করতে হবে। বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুবশক্তি তৈরি করতে হবে। দেশে সন্ত্রাস ও মাদক নির্মূলের ক্ষেত্রে যুবকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।
জেলা যুব গণফোরামের সভাপতি আলমগীর খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু সরকার, জেলা যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, সদর উপজেলা গণফোরামের সভাপতি মির্জা রুহুল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর গাজী, শহর গণফোরামের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, প্রচার সম্পাদক মমিনুর রহমান মিন্টু, যুব গণফোরাম নেতা ইব্রাহীম, শাওন গাজী, গফুর ভূঁইয়া, রাকিব মিজি, রেদওয়ান রেদু প্রমুখ।