প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০৪
বেদনার ছায়া
ছবির পেছনের গল্প
এটি ছিল একটি বিশেষ দিন—বাবুরহাট কলেজের শিক্ষক মন্ডলীর একত্রিত হওয়ার মুহূর্ত। আলোচনা, হাসি-আড্ডা, এবং কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণে দিনটি ছিল প্রাণবন্ত। সবাই একত্রে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হন, যেন এই আনন্দময় মুহূর্তগুলো চিরকালীন হয়ে থাকে। কে জানত, এই ছবিই একদিন বেদনার প্রতীক হয়ে উঠবে?
ছবির আবেদন
এখন এই ছবিটি শুধু একটি দলগত স্মৃতির ছবি নয়, বরং কামরুজ্জামান স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার প্রকাশ। প্রতিটি মুখের হাসির পেছনে আজ একটি অভাববোধ লুকিয়ে আছে।
শেষ কথা
ছবি কখনো মিথ্যে বলে না। এই ছবিটি কথা বলে এক সুন্দর সময়ের, এক উজ্জ্বল মনের, এবং এক দুঃখভারাক্রান্ত বিদায়ের। কামরুজ্জামান স্যারের স্মৃতি বেঁচে থাকবে আমাদের অন্তরে, আর এই ছবিটি সেই স্মৃতিকে ধরে রাখবে প্রজন্মের পর প্রজন্ম।