প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০১:০০
মুন্সীগঞ্জের শ্রীনগরে আলহেরা আইডিয়াল মাদ্রাসার নবীন বরণ অনুষ্ঠিত
শ্রীনগরে মাদ্রাসার উৎসব
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মধ্যবাঘরা আলহেরা আইডিয়াল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জানুয়ারি সকাল ১০টায় মাদ্রাসা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
|আরো খবর
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক অধ্যক্ষ মাওলানা আলী হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোঃ আলম সিদ্দিকী।
অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ:
অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মির্জা আলম তালুকদার, অধ্যক্ষ এ এইচ এম বেলাল বিন নাসির এবং উপাধ্যক্ষ মোঃ আলী হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম। এছাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাহাবুব আলম মনির, খাদিজাতুল কুবরা মাদ্রাসার শিক্ষক লিয়াকত হোসেন, খান বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের আয়োজন:
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং নবীন শিক্ষার্থীদের ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিশেষ সম্মাননা:
এ বছরের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হন মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মাজিদুল ইসলাম।
দোয়া ও তোবারক বিতরণ:
অনুষ্ঠানের শেষ পর্বে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
চার শতাধিক ছাত্রছাত্রী, অভিভাবক এবং অতিথিদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি মাদ্রাসা চত্বরে এক মিলনমেলায় পরিণত হয়।
সম্পাদনা:মো. জাকির হোসেন