বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২০:৫০

রামগঞ্জে আগুনে পুড়ে মারা গেছে ৪ মাসের শিশু, ৩টি বসতঘর পুড়ে ছাই

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।
রামগঞ্জে আগুনে পুড়ে মারা গেছে ৪ মাসের শিশু, ৩টি বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রামগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে মারা গেছে চার মাস বয়সের শিশু আয়াত হোসেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৫) বিকেল ৪ টায় রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর গ্রামে। জানা গেছে, ওই গ্রামের ইয়াসিন মজুমদার বাড়ির দুলাল (৫৬) মিকারের বসত ঘরে বিদ্যুতের শর্ট-সার্কিট হতে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা শিশু আয়াত আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই তিনটি বসত ঘর পুড়ে যায়। শিশু আয়াত দুলাল মিকার ও পরানী বেগমের সন্তান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষ করে দুলাল মিকারের স্ত্রী পরানী বেগম রোদে শুকাতে দেয়া জামা কাপড় আনতে বাইরে যান। ঘরে ফিরে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। পরবর্তীতে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী মো. শহীদ উল্লাহ, সিরাজ মিয়া ও সবুজের ঘরে আগুন লাগলে সব পুড়ে যায়। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা শিশু আয়াত (৪ মাস) আগুনে পুড়ে মারা যায়।

ঘটনার পর রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করেন। এছাড়া রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রামগঞ্জ ফায়ার স্টেশন লিডার মো. রেজাউল করীম জানান, আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। আগুনে পুড়ে আয়াত নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়