প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৮:১৮
শাহরাস্তিতে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
নির্বাচন নিয়ে অতীতের কোনো কথা শুনতে চাই না, একশোতে একশো গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা প্রস্তুত
মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কোনো ছাড় নয় : পুলিশ সুপার মো. রবিউল হাসান

শাহরাস্তি উপজেলার সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মো. রবিউল হাসান মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ইতিহাসের শ্রেষ্ঠ ও ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে চাঁদপুর জেলা প্রশাসন। চব্বিশের ৫ আগস্ট হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়ে প্রমাণ করে গেছে, আগামীর বাংলাদেশে অন্যায়, অপরাধ, অনিয়ম, দুর্নীতি ও রাতের ভোটের স্থান হবে না। নির্বাচন নিয়ে অতীতের কোনো কথা শুনতে চাই না। নির্বাচন একশোতে একশো গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে; এতে কারো সন্দেহ থাকার অবকাশ নেই।
এছাড়াও তিনি বলেন, একটি উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম তখনই সফল হবে, যখন তা জনগণের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক সেবার মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ থাকবে। তিনি সকলকে গঠনমূলক মতামত ও সহযোগিতার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি দেশের জন্যে একাত্তর ও চব্বিশের ৫ আগস্ট যারা জীবন দিয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, চাঁদপুর জেলায় মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না, মাদকের তথ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। এ পর্যন্ত ২শ' কিশোর গ্যাং গ্রেপ্তার হয়েছে, এ গ্রেপ্তার অব্যাহত থাকবে। এছাড়াও তিনি বলেন, সকল অপরাধ পুলিশ রোধ করতে পারবে না, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক শিক্ষায় একজন মানুষ অপরাধ থেকে বিরত রাখতে পারে। সাধারণ জনগণ পুলিশ প্রশাসনকে সহযোগিতা করলে অপরাধ আরো কমবে।
জেলা প্রশাসকের পরামর্শে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন করফুলেন্নেছা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হুমায়ন কবির, ব্যবসায়ীদের পক্ষ্যে আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আব্দুর রহিম, পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজী হুমায়ন কবির, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামীর আমির মোস্তফা কামাল, এনসিপির প্রতিনিধি আমান উল্লাহ পাটওয়ারী, মসজিদের খতিবদের পক্ষে সহকারী অধ্যাপক মাও. কামাল উদ্দীন আব্বাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আক্তার হোসেন শিহাব ও শাহাদাৎ হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর পক্ষে মাহমুদুল হাসান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাও. জাহাঙ্গীর আলম, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।








