শনিবার, ১২ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২২:৩৭

মতলব উত্তরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

মতলব উত্তরে বিয়ের প্যান্ডেল তৈরি, অতিথিদের আনাগোনা, সাজসজ্জা—সবই প্রস্তুত। কিন্তু বিয়ের কনে ছিলেন নাবালিকা। গোপন সংবাদে খবর পেয়ে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট হাজির হয় বিয়ের মঞ্চেই। এরপরই বিয়ের সব আয়োজন থেমে যায়, থেমে যায় একটি সম্ভাব্য বাল্যবিবাহ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ জুলাই ২০২৫) দুপুরে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সাহাবাজকান্দি গ্রামে। বিয়ের সমস্ত আয়োজন চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

তিনি জানান, নাবালিকা কনের বিয়ে আয়োজনের খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিই। ঘটনাস্থলে গিয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করা হয় এবং আইনগত পদক্ষেপ নেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী কনের বাবা সজিব মুন্সিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এমন ঘটনায় না জড়ানোর শর্তে মুচলেকাও নেওয়া হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও। তারা জানান, প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে এলাকার মানুষ সচেতন হচ্ছে এবং সামাজিক অনিয়ম কমছে।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, এই ধরনের পদক্ষেপ সব জায়গায় হলে বাল্যবিবাহ অনেকটাই কমে যাবে। আমরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানাই।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা আরও বলেন, মতলব উত্তরে বাল্যবিবাহ কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা নিয়মিত নজরদারি করছি। যেখানে প্রয়োজন, আইন প্রয়োগ করা হবে।

স্থানীয় প্রশাসনের এমন কার্যকর ভূমিকা ইতোমধ্যে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহল বলছেন, এই ধরনের কঠোর অবস্থান থাকলে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি অনেকটাই নির্মূল সম্ভব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়