শনিবার, ১২ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২১:৩৮

রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ২০২৫-২৬ সেশনের ইয়ার লাঞ্চিং

প্রেস বিজ্ঞপ্তি
রোটার‌্যাক্ট  ক্লাব অব কুমিল্লা মহানগরের ২০২৫-২৬ সেশনের ইয়ার লাঞ্চিং

১১ জুলাই ২০২৫ (শুক্রবার) নগরীর বাগিচাগাঁও কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে রোটার‌‌‌‌‌‌েক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ২০২৫-২৬ সেশনের ইয়ার লাঞ্চিং ও ক্লাবের ১৬১তম সভা অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রো. রাব্বী খন্দকার হৃদয়ের সভাপতিত্বে প্রথমে কুরআন তেলাওয়াত করেন ক্লাব সেক্রেটারি রো. কবি আজিম উল্যাহ হানিফ। জাতীয় সংগীত পরিবেশন শেষে রোটারেক্ট প্রত্যয় পাঠ করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মুনতাসির সবুজ।

বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাহমিনা শবনম, ক্লাবের প্রতিষ্ঠাতা আরসিসি অধ্যক্ষ রোটারিয়ান মহিউদ্দিন লিটন, রো. ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার পিপি আবদুল্লাহিল বাকী, রো. ক্লাব অব কুমিল্লা মেঘনার উপদেষ্টা মহিউদ্দিন নায়াল, রো. ক্লাব অব কুমিল্লা ময়নামতির পিপি মাসুমুল বারী কায়ছার, রো. ক্লাব অব ময়নামতির প্রেসিডেন্ট ফারিয়া, রো. ক্লাব অব কুমিল্লা ময়নামতির সেক্রেটারি সাগর দেবনাথ, রো. ক্লাব অব ময়নামতির সেক্রেটারি ইয়াসির হানজালা ইফতি, রো. ক্লাব অব কুমিল্লা মহানগরের পিপি আবু নেছার উদ্দিন, পিপি মাইনুল আরেফীন তমাল, পিপি পিন্টু চন্দ্র সরকার, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সাবেকুন মজুমদার সনি।

উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কবি খাজিনা আক্তার খাজি, সুমাইয়া হিমি, পিয়ন্তু পোদ্দার, খালেদ হাজারী, আহমেদ অন্তর, প্রীতম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়