শনিবার, ১২ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২০:২২

দাখিলে রামপুর আদর্শ আলিম মাদ্রাসার সন্তোষজনক ফলাফল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
দাখিলে রামপুর আদর্শ আলিম মাদ্রাসার    সন্তোষজনক ফলাফল

এবারের দাখিল পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নস্থ রামপুর আদর্শ আলিম মাদ্রাসার পরীক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। সদর উপজেলার ২৮টি মাদ্রাসার মধ্যে রামপুর মাদ্রাসা ফলাফলের দিক দিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। এই মাদ্রাসা থেকে ৩৯ জন পরীক্ষার রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়েছে ৩৮জন। এর মধ্যে পাস করেছে ৩৩ জন। পাসের হার ৮৪.৬২%। একজন জিপিএ-৫ পেয়েছে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ফলাফল বিপর্যয়ের মাঝেও রামপুর মাদ্রাসা এমন সাফল্যজনক ফলাফল লাভ করায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা চাহবিয়া মহান আল্লাহর শোকরিয়া আদায় করে মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি এই প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়