প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২০:০৭
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাবুরহাট ক্যাম্পাসে শতভাগ পাস।। জিপিএ-৫ পেয়েছে ৯ জন

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর-এর বাবুরহাট ক্যাম্পাস শতভাগ পাস করার কৃতিত্ব অর্জন করেছে। এই ক্যাম্পাসের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ৪৩ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধান, নিয়মিত হোম ভিজিট, এক্সট্রা ক্লাস কার্যক্রম পরিচালনা, নিয়মিত প্যারেন্টস কমিউনিকেশন এবং দুর্বল শিক্ষার্থীদের জন্যে স্পেশাল ক্লাস কার্যক্রমের ফলস্বরূপ ক্যাম্পাসটির শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শিক্ষার্থীদের মেধাশক্তির ওপর গুরুত্বারোপ করে ভালো শিক্ষার্থী, মধ্যম মানের শিক্ষার্থী এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের আলাদা আলাদা পরিচর্যার মাধ্যমে তাদের প্রস্তুত করা হয়। বিদ্যালয়টির অধ্যক্ষ নুর খান সর্বদা শিক্ষার্থীদের উজ্জীবিত করতে উদ্বুদ্ধ করতেন। এছাড়া বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যস্ত রাখতে নিবিড়ভাবে কাজ করেছেন। ক্যাম্পাসটি থেকে বিগত চারটি বোর্ড পরীক্ষার প্রত্যেকটিতে একাধিক শিক্ষার্থীর বোর্ডবৃত্তি পাওয়ার রেকর্ড রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, এ বছরও কয়েকজন শিক্ষার্থীর বোর্ড বৃত্তি পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।