শনিবার, ১২ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২০:৫৭

ইসলামী আন্দোলনের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলনের প্রতিবাদ

চাঁদপুর শহরের প্রফেসরপাড়া বায়তুল আমান জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন ও মুবাল্লিগ মাওলানা আ. ন. ম. নূরুর রহমান আল-মাদানীর ওপর সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী।

প্রতিবাদ বার্তায় নেতৃদ্বয় বলেন, একটি কুচক্রী মহল শান্ত চাঁদপুরকে অশান্ত করার হীন ষড়যন্ত্রের অংশ হিসেবেই হয়তো এমন পৈশাচিক হামলা চালিয়েছে। অবিলম্বে হামলাকারীর পাশাপাশি এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

নেতৃদ্বয় বলেন, আলেমরা সম্মানিত ব্যক্তি ও নায়েবে রাসুল। এমন সম্মানিত ব্যক্তিদের ওপর ধারালো অস্ত্র দিয়ে জখম কোনো অবস্থাতেই স্বাভাবিক বিষয় নয়। কারা এ হামলার ইন্ধনদাতা তা প্রশাসনকে বের করতে হবে এবং সেই সাথে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়