প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২০:৫৭
ইসলামী আন্দোলনের প্রতিবাদ

চাঁদপুর শহরের প্রফেসরপাড়া বায়তুল আমান জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন ও মুবাল্লিগ মাওলানা আ. ন. ম. নূরুর রহমান আল-মাদানীর ওপর সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী।
|আরো খবর
নেতৃদ্বয় বলেন, আলেমরা সম্মানিত ব্যক্তি ও নায়েবে রাসুল। এমন সম্মানিত ব্যক্তিদের ওপর ধারালো অস্ত্র দিয়ে জখম কোনো অবস্থাতেই স্বাভাবিক বিষয় নয়। কারা এ হামলার ইন্ধনদাতা তা প্রশাসনকে বের করতে হবে এবং সেই সাথে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।