শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২৩:৪৮

চরিত্রগঠন আন্দোলন দিবস উদযাপন

বিমল চৌধুরী
চরিত্রগঠন আন্দোলন দিবস উদযাপন

নববর্ষের প্রথম দিন অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি বুধবার শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত চরিত্রগঠন আন্দোলন দিবস উদযাপন করেছে চাঁদপুর জেলা চরিত্র গঠন আন্দোলন পরিষদ। সকাল ৭ টায় চরিত্রগঠন আন্দোলনের শুভ সূচনা উপলক্ষে চাঁদপুর শহরের ঘোড়ামারার মাঠে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৮ টায় অযাচক আশ্রম হতে স্বরূপানন্দ পরমহংসদেবের ভক্ত, অনুরাগী, সুহৃদ, সুধীজনদের অংশ গ্রহণে র‌্যালি সহকারে চাঁদপুর অঙ্গীকারের পাদদেশে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞচিত্তে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় চাঁদপুর জেলা চরিত্র গঠন আন্দোলন পরিষদের উপদেষ্টা, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাপস কুমার সরকার, পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টির কার্যকরী সদস্য দুলাল চন্দ্র দাস, তাপস কুমার দাস, অঞ্জন কুমার দাস, প্রণব সাহা, সঞ্জয় কুমার ভৌমিক, গৌতম কুমার ঘোষ, প্রিয়লাল ত্রিপুরাসহ সুধীজনদের উপস্থিতি পরিলক্ষিত হয়। উল্লেখ্য, প্রতি বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট এবং বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের পৃষ্ঠপোষকতায় এবং জেলা চরিত্র গঠন আন্দোলন পরিষদের আয়োজনে চাঁদপুরে ব্যাপকভাবে চরিত্র গঠন আন্দোলন দিবস উদযাপিত হয়ে আসছে। ছবি ক্যাপসানঃ চরিত্রগঠন আন্দোলন দিবসের সকালে চাঁদপুর শহরে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকারে'র পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করছেন জেলা চরিত্র গঠন আন্দোলন পরিষদের উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাতসহ চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট, বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন ও জেলা চরিত্র গঠন আন্দোলন পরিষদের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়