শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৫

পরীমণিসহ যেকোনও ব্যক্তিচরিত্র হননকারী কনটেন্ট সরাতে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক
পরীমণিসহ যেকোনও ব্যক্তিচরিত্র হননকারী কনটেন্ট সরাতে আইনি নোটিশ
পরীমণি

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারকে এক আইনি নোটিশ পাঠানো হয়।

আইনি নোটিশে সংবাদমাধ্যম, ডিজিটাল এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ব্যক্তিচরিত্র হনন করে কিংবা স্বতন্ত্র কোনও ব্যক্তির ব্যক্তিগত বিষয় তুলে ধরে—এমন কোনও প্রতিবেদন, ছবি বা ভিডিও অপসারণ ও বন্ধ করতে বলা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে পরীমণি-সাকলায়েনের জন্মদিন পালন, কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া, জেকেজি হেল্থ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে নিয়ে প্রকাশিত বা প্রচারিত কনটেন্টসহ ব্যক্তিচরিত্র হনন করা বিভিন্ন পোস্ট সরিয়ে ফেলতে অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয় যে,নোটিশ পাওয়ার ৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

হাইকোর্ট এর আগে ৫ সেপ্টেম্বর ব্যক্তিচরিত্র হনন করা কনটেন্ট না সরানোয় বিটিআরসির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের শুনানিতে অসন্তোষ প্রকাশ করেন।

তবে কনটেন্ট সরানোর বিষয়ে রিট দায়েরের আগে বিটিআরসিকে কোনও আইনি নোটিশ না দেওয়ায় রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট। আদালতে রিটটি দায়ের করেছিলেন আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়