বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২২:৪৩

চান্দগাঁও ফ্রি চক্ষু ক্যাম্প ও ওষুধ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।।
চান্দগাঁও ফ্রি চক্ষু ক্যাম্প ও ওষুধ বিতরণ

রোটারী ক্লাব অব খুলশী সেন্ট্রাল ও লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম। ৩ জানুয়ারি ২০২৫ (শনিবার) নগরীর চান্দগাঁও সাবান ঘাটা, খাজা রোডের চান্দগাঁও গ্ৰামার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ ক্যাম্প। চক্ষু ক্যাম্পে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আবুল মিন্টু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিজওয়ান শাহিদী,

রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল,

বিশিষ্ট সমাজসেবক এরশাদ উল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি সিপি মো. নজরুল ইসলাম নান্টু, রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল। এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের প্রেসিডেন্ট মোহাম্মদ এরশাদুল মোস্তফা, পিপি মোহাম্মদ মহিউদ্দিন, পিপি নাসিরউদ্দিন, রোটা. ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া রিয়াদ, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জুনায়েদ রহমান রিয়াদ, পিপি আলী নিজাম উদ্দিন, রোটা. কাজী হাসানুজ্জামান সান্টু, প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব চিটাগাং হেরিটেজ, প্রধান শিক্ষিকা মিসেস সাইদা সবনম মুশতারী, চান্দগাঁও গ্ৰামার স্কুল।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত চক্ষু ক্যাম্পে ডা. রুপাইদা রশিদ, ডা. লাবণ্য দাশ ও দশ জন বিশেষজ্ঞ নার্স দ্বারা চার শতাধিক রোগীকে চোখের পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ প্রদান করা হয় এবং ৫৭ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্যে চূড়ান্ত করা হয়। ডা. শিরীন ফাতেমা মেটারনিটি ক্লিনিকের সৌজন্যে রোগীদের বিনামূল্যে প্রেশার মাপা ও ডায়াবেটিস টেস্ট করা হয়। মানবতার সেবায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে 'হারাতে দেব না চোখের আলো' এ অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়