সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪০

ডিআইইউ জব উৎসব-২০২৫

৪০ হাজারের বেশি মেধাবীর সঙ্গে যুক্ত হলো দেড় শতাধিক শীর্ষ নিয়োগদাতা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
৪০ হাজারের বেশি মেধাবীর সঙ্গে যুক্ত হলো দেড় শতাধিক শীর্ষ নিয়োগদাতা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আয়োজন করেছে দেশের অন্যতম বড়ো ক্যারিয়ার প্ল্যাটফর্ম ‘ডিআইইউ জব উৎসব ২০২৫’। ২৯-৩০ নভেম্বর, ২০২৫ তারিখে রাজধানীর সাভারের বিরুলিয়াতে অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে দুদিনব্যাপী এই আয়োজন করা হয়। ‘Connecting Talents : Unlock the Border of Opportunities’ থিমকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে ৩৫টি ইন্ডাস্ট্রির ১৫০টিরও বেশি জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নেয়। এই মেলায় ৩,৫০০+ লাইভ চাকরির সুযোগ এবং ১,০০০+ ইন্টার্নশিপ সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজনটিতে ৪ হাজার স্নাতক শিক্ষার্থী, ৮ হাজারেরও বেশি অ্যালামনাইসহ মোট ৪০ হাজার+ অংশগ্রহণকারীর উপস্থিতি ঘটেছে।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় ডিআইইউ স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর প্রতিনিধিরা। বিশেষ অতিথি হিসেবে একই ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে ডিআইইউ-এর শীর্ষ প্রশাসনিক নেতৃত্ব বক্তব্য প্রদান করেন।

ডিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম আর কবীর অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বার্তায় বলেন যে, স্কিল, প্রযুক্তি ও কর্মসংস্থানের সমন্বয়ের মাধ্যমে ডিআইইউ শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এবারের জব উৎসব তরুণদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক সুযোগের নতুন দুয়ার খুলে দিয়েছে। তিনি উল্লেখ করেন যে এ ধরনের উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ কর্মশক্তিকে আরও শক্তিশালী করে তুলবে।

উদ্বোধনী বক্তারা বলেন, ডিআইইউয়ের শিক্ষার্থীরা দেশের কর্মক্ষেত্রের পরিবর্তনে বড় ভূমিকা রাখছে এবং জব উৎসব ২০২৫ তরুণদের জন্য সম্ভাবনার নতুন জানালা উন্মুক্ত করেছে।

ডিআইইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, ডিআইইউ জব উৎসব ২০২৫ শুধু চাকরি মেলা নয়; এটি দক্ষতা, প্রস্তুতি ও বাস্তব কর্মসংস্থানের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সক্ষমতা উন্নয়ন ও ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি সংযোগ বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেলায় অংশগ্রহণকারীরা অনস্পট ইন্টারভিউ, সিভি জমাদান, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছেন। পাশাপাশি ৩০০+ মানবসম্পদ বিশেষজ্ঞের সঙ্গে নেটওয়ার্কিং, ক্যারিয়ার প্রস্তুতি বিষয়ক কর্মশালা এবং সিভি ক্লিনিকের সেবা পাওয়া গেছে।

এ আয়োজনটি শিক্ষার্থী ও তরুণদের ক্যারিয়ার পরিকল্পনায় সরাসরি দিকনির্দেশনা দেবে এবং সম্ভাবনাময় কর্মসংস্থানের দুয়ার উন্মোচন করবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়